Apan Desh | আপন দেশ

অবশেষে মুখ খুললো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

অবশেষে মুখ খুললো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিরাপত্তা উদ্বেগ তুলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিন সপ্তাহ ধরে চলা বিতর্কের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

প্রাথমিক সূচি অনুযায়ী, টুর্নামেন্টের শুরুতে কলকাতা ও মুম্বাইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে নয়—এ যুক্তিতে বাংলাদেশ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করেছিল। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনার পর এ আবেদন আসে।

আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় দিয়েছিল। বাংলাদেশ অনড় থাকায় তাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়। তার স্থানে বাছাইপর্বে ব্যর্থ দলগুলোর মধ্যে শীর্ষ র‌্যাংকধারী স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এ ঘটনার পর বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানও সংহতি জানিয়ে টুর্নামেন্ট বর্জনের কথা ভাবতে পারে অথবা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে পারে।

অবশেষে নীরব থাকা শ্রীলঙ্কা স্পষ্ট অবস্থান জানিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা ডিসানায়েকে বলেন, আঞ্চলিক রাজনৈতিক বিরোধে তাদের দেশ জড়িয়ে পড়বে না। তিনি বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যেসব বিরোধ রয়েছে, আমরা নিরপেক্ষ অবস্থানে রয়েছি। এরা সবাই আমাদের বন্ধু। ভবিষ্যতে অনুরোধ আসলে শ্রীলঙ্কা যেকোনো দেশের জন্য টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।

আরও পড়ুন <<>> ব্যাংককে ইতিহাস গড়া সাবিনা বোনাস পাচ্ছেন

বর্তমানে ভারত ও পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে একে অপরের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ভারতের বিপক্ষে ম্যাচও সেখানে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেন, টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত-পাকিস্তান ম্যাচের দিকে বিশেষ নজর দেয়া হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়