ছবি: বাফুফে
টানা দুইবার সাফ শিরোপা জয়ের পর প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ইতিহাস গড়ে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন লাল সবুজের প্রতিনিধিরা। হযরত শাহজারাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রাজধানীর হাতিরঝিলে নিয়ে যাওয়া হয় সাবিনা-কৃঞ্চাদের। সেখানে তাদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা মঞ্চে আর্থিক পুরস্কারের আশ্বাস পেয়েছে সাফ ফুটসাল বিজয়ী মেয়েরা। সেখানে সাবিনাদের বোনাস দেয়ার ঘোষণা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
তিনি বলেন, মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য বোনাস থাকবে। কত থাকবে তা বলছি না। কমিটির সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। তবে বোনাস থাকবে।
এর আগে হাতিরঝিলে সবশেষ বাফুফে সভাপতির কথার বড় অংশজুড়ে ছিলেন দুটি নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফুটসালের প্রথম ট্রফি জয়ী অধিনায়ক সাবিনা খাতুন।
আরও পড়ুন<<>>স্কটল্যান্ডকে উড়িয়ে রেকর্ড ব্যবধানে জয় বাংলাদেশেরhttps://www.dailyapandesh.com/sports/news/46092
সাবিনাদের অভিনন্দন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, কেবল সাফ ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, আমাদের আরও একটা ট্রফি এনে দেয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে। যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবে। আমি জানি না, এ রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে। ধন্যবাদ ও অভিনন্দন সাবিনাকে।
এরপরই তিনি যোগ করেন, আজ থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। অভিনন্দন; যারা এ সাফল্যের নেপথ্যে ছিলেন। কোচও বলেছেন, ফুটসাল আমাদের মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। আমরা (একদিন) কথা বলছিলাম ইমরান ও হেড কোচের সঙ্গে। ফুটসালে ছেলেদের পাঠাচ্ছি, মেয়েদের কেন পাঠাচ্ছি না। তখন কোচ আমাকে বললেন, আমাকে দুজন ইরানি নারী কোচ দেন, তারা তৈরি আছে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে তাবিথ আউয়াল বলেন, কিছুদিন আগে আমি স্যার উইলসন স্কুলে ছিলাম, যেখানে আমার সঙ্গে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে, আমি ওর সঙ্গে কথা বললাম, আমরা সাফ ফুটসালে খেলবো কী খেলবো না, এ নিয়ে। ও বললো, আমাদের সুযোগ দেন, আমরা খেলবো, আমরা জিতবো। সুমাইয়া, ইমরান, হেড কোচের কথার কারণে আমি বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক। একটা দল হয়ে ওঠার জন্য ধন্যবাদ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































