Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১৭ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ফিফা সভাপতি

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিয়মিত খেললেও এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ধারে কাছে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তবে অদুর ভবিষ্যতে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের বিশ্বকাপে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।  তিনি বলেছেন, ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকায় বাংলাদেশ ‘নিশ্চিতভাবেই একটি সুযোগ’ রাখে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ জানুয়ারি) ইনস্টাগ্রামে এমন মন্তব্য করেন ইনফান্তিনো। এক অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না। জবাবে ফিফা প্রধান স্পষ্ট ও উৎসাহব্যঞ্জক উত্তর দেন।

ফিফা সভাপতি বলেন, অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ফিফার লক্ষ্য হলো বাংলাদেশসহ অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেয়া।

আরও পড়ুন<<>>টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ

বাংলাদেশকে একটি ফুটবলপ্রেমী দেশ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, বাংলাদেশ একটি দুর্দান্ত ফুটবল দেশ, যেখানে ফুটবল দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে এবং তাদের অবশ্যই সুযোগ রয়েছে। বাংলাদেশি ফুটবল ও ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের উন্নয়নে ফিফা ব্যাপক বিনিয়োগ করছে।

এছাড়া, বিশ্বজুড়ে প্রতিভার অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও প্রতিভার কোনো ঘাটতি নেই। ইনফান্তিনোর ভাষায়, বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রতিভা রয়েছে, এবং খুব দূরের নয় এমন ভবিষ্যতে আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে আগ্রহী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়