ছবি : ২০২৪ সালের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে
টাইগারদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ১৫ জানুয়ারি শুরু হয়েছে এ বয়সভিত্তিক আয়োজন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বুলাওয়েতে টাইগারদের প্রথম ম্যাচ শুরু হবে। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এ ম্যাচটি দুই দলেরই প্রথম ম্যাচ।
২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সে আসরে রানার্সআপ হয় ভারত। তবে বর্তমান চ্যাম্পিয়ন তারা।
আরও পড়ুন<<>> শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি
সবশেষ ২৮ যুব ওয়ানডে ম্যাচের ১৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাই বলা যায় ভালো ফর্মে আছে দলটি। এবারের আসরে তাই অন্যতম ফেবারিট হিসেবে গিয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতও রয়েছে দারুণ ফর্মে।
যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দলটির নেতৃত্ব দিবে আইয়ুশ মাত্র। দলে আছেন ক্রিকেটবিশ্বে তারকা বনে যাওয়া বৈভব সূর্যবংশি।
প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন বাংলাদেশ সেরা খেলার জন্য প্রস্তুত। সাম্প্রতিক ফর্মের ধারাবাহিকতা কাজে লাগিয়ে জয় আনতে চান টাইগার যুবার।
একই ভেন্যুতে আগামী ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগাররা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































