ফাইল ছবি
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এ ইস্যুতে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে নাজমুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের প্রক্রিয়া চালু রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরও এখন পর্যন্ত নাজমুল ইসলামের কোনো জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নাজমুলকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেয়া হয়েছে, যা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।
মিঠু আরও জানান, ইতোমধ্যে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না এলে বিষয়টি সরাসরি বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।
আরও পড়ুন<<>>নাজমুলকে খুঁজে পাচ্ছে না বিসিবি
বিসিবির এ পরিচালক বলেন,আমরা গঠনতন্ত্রের বাইরে কিছু করছি না। প্রক্রিয়া অনুযায়ী শোকজ দেয়া হয়েছে। জবাব না দিলে বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। এরপর তারা নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আদালতের মামলার মতো হাজির না হলে তার ফল কী হয়, সেটা তো সবাই জানে।
যদিও সরাসরি উচ্চারণ না করলেও ইফতেখার রহমান মিঠুর বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে শোকজের জবাব না দিলে বিসিবির পরিচালক পদ থেকেও নাজমুল ইসলামের অপসারণের সম্ভাবনা তৈরি হতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































