বিসিবি লোগো ও পরিচালক এম নাজমুল ইসলাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া ইস্যুতে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন সংস্থাটির পরিচালক এম নাজমুল ইসলাম। খেলোয়াড়দের দাবির মুখে এ পরিচালককে কারণ দর্শানোর (শাকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিসিবি সম্প্রতি বোর্ডের একজন সদস্যের করা আপত্তিকর মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করছে। বিসিবি এই মন্তব্যের ফলে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে অবগত এবং ক্রিকেটের পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা এবং ক্রিকেটীয় মূল্যবোধ বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বিজ্ঞপ্তিতে এতে আরও বলা হয়, বিসিবি তার নির্ধারিত নিয়ম-নীতি, প্রবিধান এবং পেশাদার নির্দেশিকা অনুযায়ী কঠোরভাবে এই ধরনের বিষয় মোকাবিলা করতে দায়বদ্ধ। এই দায়িত্বের অংশ হিসেবে বোর্ড ইতিমধ্যে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিস (শোকজ) ইস্যু করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ক্রিকেটাররা। ফলে চলমান বিপিএলের ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
আরও পড়ুন<<>>নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিপিএলের ম্যাচ থাকলেও এখন পর্যন্ত হোটেল থেকে বের হননি ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় রয়েছেন তারা।
মূলত বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এবং ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে নাজমুল ইসলামের মন্তব্যের পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর পক্ষ থেকে জানানো হয়, পরিচালকের এমন মন্তব্য ‘অদায়িত্বশীল’। তাই তারা এ পরিচালকের পদত্যাগ চান, আর তা না হলে খেলায় ফিরবেন না তারা।
এর আগে নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিসিবি বলেছে, কোনো মন্তব্য যদি অনুপযুক্ত, আপত্তিকর বা কষ্টদায়ক বলে বিবেচিত হয়, সে জন্য বোর্ড দুঃখ প্রকাশ করছে। এমন বক্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে এসব মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রত্যাশিত আচরণবিধির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































