Apan Desh | আপন দেশ

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:১৩, ১৪ জানুয়ারি ২০২৬

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা

ফাইল ছবি

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেটাররা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন<<>>বিশ্বকাপ ট্রফি সামনে নিয়ে জামালের ভবিষ্যদ্বাণী

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।

তবে এম নাজমুলের বিতর্কিত মন্তব্যের ফলে ক্রিকেটারদের অসন্তোষ এতটাই প্রবল, যে তারা মাঠে নামার আগে পদক্ষেপ না নেয়া হলে আগামী ম্যাচে অংশ নেবে না। পরিস্থিতি এখন ক্রিকেট প্রশাসন ও খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ও আলোচনার অপেক্ষায়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়