বিসিবি ও আইসিসির লোগো
আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ক্রিকেটীয় সম্পর্ক জটিল আকার ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় ভারতে হতে যাওয়া বিশ্বকাপের ভেনু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বাইরে অন্য দেশে খেলার জন্য আবেদন করেছে বিসিবি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ।
ভারতের বাহিরে বাংলাদেশের ভেনু হতে পারে শ্রীলংকা। কারণ, দেশটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক। বাংলাদেশ এটিই আশা করছে। তা না হলে গ্রুপ পর্বের চার প্রতিপক্ষকে ‘ওয়াকওভার’ দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।
বিসিবির পাঠানো চিঠির জবাবে সোমবারের (১২ জানুয়ারি) মধ্যে আইসিসি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অপেক্ষায় আছে বোর্ড।
আইসিসি ভেন্যু বদলের আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
আরও পড়ুন<<>>এক্সেটার জালে ১০ গোল ম্যানসিটির
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, এ অবস্থায় আমাদের আশা নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বলে যে আমরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছি, তা নয়। আইসিসি আমাদের বিষয়টি নিয়ে হয়তো ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আমাদের খেলার সুযোগ করে দেবে নিশ্চয়ই।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড এখনো আশা ছাড়েনি। যদি কোনোভাবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানো হয়, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকবে না। অন্যথায় নিয়ম অনুযায়ী ওয়াকওভার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে টাইগারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্স থেকে মোস্তাফিজকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করছে বিসিবি।
বোর্ডের মতে, মোস্তাফিজ ইস্যুাটি শুধু একজন ক্রিকেটারের নয়, বরং দেশের ক্রিকেট ও জাতীয় মর্যাদার সঙ্গেও জড়িত। সে কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে কোনো আপসের অবস্থানে নেই বিসিবি।
আপন দেশ/এসএস/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































