ছবি: সংগৃহীত
গোলে খেলা ফুটবলে গোল উৎসবে মেতে উঠল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এক্সেটার সিটিকে ১০–১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ লিজান্ডার্সের শিষ্যরা। ঘরের মাঠে এ জয়ে প্রায় চার দশক পর আবারও কোনো ম্যাচে ডাবল ফিগার স্পর্শ করল সিটিজেনরা।
শনিবার (১০ জানুয়ারি) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় ম্যানচেস্টার সিটি। যার ফল পেয়ে যায় দ্বাদশ মিনিটে। ম্যাক্স অ্যালেইনের কাছ থেকে প্রথম গোল পায় স্বাগতিকরা। ২৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি।
প্রথমার্ধেই এক্সেটারের দুর্ভাগ্য বাড়ায় জেক ডয়েল-হেইস ও জ্যাক ফিটজওয়াটারের দুটি আত্মঘাতী গোল। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
আরও পড়ুন<<>>তামিমকে ভারতীয় দালাল বলা পরিচালককে শোকজ
দ্বিতীয়ার্ধেও গোলের ধারাবাহিকতা অব্যাহত রাখে সিটিজেনরা। রিকো লুইস দুটি গোল করেন (৪৯ ও যোগ করা সময়ে), অভিষেক ম্যাচে গোল পান নতুন সই অঁতোয়ান সেমেনিও। এছাড়া তিজানি রেইনডার্স, নিকো ও’রাইলি, একাডেমির তরুণ উইঙ্গার রায়ান ম্যাকএডু এবং জর্জ বার্চ (এক্সেটারের সান্ত্বনাসূচক গোল) গোল তালিকায় নাম লেখান। শেষ পর্যন্ত ১০–১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।
অভিষেকেই গোল করে ম্যাচটি স্বরণীয় করে রেখেছেন সেমেনিও ও ম্যাকএডু। বিশেষ করে ১৭ বছর বয়সী ম্যাকএডুর পারফরম্যান্স সিটির একাডেমির শক্তি আবারও প্রমাণ করেছে। ম্যাচ শেষে রিকো লুইস বলেন, এটা আমাদের জন্য দারুণ একটি দিন। এত গোল সমর্থকদের জন্যও আনন্দের।
এ জয়ের ফলে টানা ১৫তম মৌসুমের মতো এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার সিটি। চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। পরবর্তী ম্যাচে কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































