Apan Desh | আপন দেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে দারুন শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ২ ডিসেম্বর ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে দারুন শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়েছে সফরকাররীরা। এ প্রতিবেদন লেখার সময় ৫ উইকেটে ৮০ রান করেছে তারা। 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। 
আয়ারল্যান্ডকে প্রথম ওভারে ১৩ রান দেন মেহেদী হাসান। চতুর্থ ওভারের শেষ বলে শরিফুল ইসলামের শিকার হওয়ার আগে টিম টেক্টর (১৭) দুই চার ও এক ছয়ে ১৪ রান তোলেন।

পঞ্চম ওভারের শেষ বলে হ্যারি টেক্টর সিঙ্গেল নিলে আয়ারল্যান্ড পঞ্চাশে পৌঁছায়। ওই ওভারে ১২ রান তোলে সফরকারীরা। বল হাতে নিয়ে মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ডেলিভারিতে উইকেট পান। পাওয়ার প্লের শেষ ওভারে হ্যারি (৫) অদ্ভুত দৃশ্যের অবতারণা করে আউট হন।

হ্যারি সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান। বল ব্যাটে লেগে তা স্টাম্পের দিকে ছোটে। আইরিশ ব্যাটার বিপদ টের পেয়ে তাড়াতাড়ি পা দিয়ে বলটা সরাতে গিয়েও পারেননি। বল স্টাম্পে আঘাত করে। এরপর আরও তিন উইকেট হারায় আয়ারল্যান্ড। 

আরও পড়ুন<<>>জয়ে বছর শেষ করতে চায় বাংলাদেশ

তিন ম্যাচের এ সিরিজ আপাতত ১–১ ব্যবধানে অমীমাংসিত। চলতি বছর এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে তিন পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং নাসুম আহমেদ। তাদের জায়গায় একাদশে এসেছেন বহুল আলোচিত শামীম হোসেন পাটোয়ারী, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেসার শরীফুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়