Apan Desh | আপন দেশ

সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ৬ নভেম্বর ২০২৫

সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন আশরাফুল

ফাইল ছবি

দেশের ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত এক নাম মোহাম্মদ সালাউদ্দিন। তার কোচিংয়ে অনেক দল সাফল্যে ভেসেছে। সে সুবাদে গত বছর জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদে নিয়োগ দেয়া হয় সালাউদ্দিনকে। তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত লম্বা চুক্তি বিসিবির। সহকারী কোচ হলেও দলে ব্যাটিং কোচ না থাকায় ব্যাটিংয়ের দিকটা তিনিই দেখতেন। 

ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি শেষ করার পর থেকেই বিসিবির ব্যাটিং ইউনিটের দায়িত্বে থাকা সালাউদ্দিন সাম্প্রতিক সময়ে দলের দুর্বল পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। একের পর এক ব্যাটিং ব্যর্থতা ও দলের ভুল কৌশলের দায় দেয়া হচ্ছিলো তাকে। 

এমন পরিস্থিতির মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সালাউদ্দিনের পরিবর্তে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। যদিও বৈঠক শেষে বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক গণমাধ্যমে বলেছিলেন, সালাউদ্দিনকে সরাতে নয়, আশরাফুল বাড়তি হিসেবে যোগ দিয়েছেন। 

তবে বোর্ডের এ সিদ্ধান্ত হয়তো মানতে পারেননি তাই নিজে থেকেই সরে গেলেন সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি- টোয়েন্টির হোম সিরিজের পর আর জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন না তিনি। বুধবার (০৫ নভেম্বর) বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

আরও পড়ুন<<>>ভারতের বিপক্ষে ফিরলেন কাজেম, ফাহামিদুল বাদ

এমন পরিস্থিতিতে আলোচনা হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে। তবে সাবেক এ তারকা ক্রিকেটার এবার কোচ সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জানান, সালাউদ্দিনসহ সবার সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। 

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।

নতুন দায়িত্ব পেয়ে খুশি আশরাফুল। নতুন ভূমিকায় ফিরছেন বাংলাদেশের ড্রেসিংরুমে। তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর আমি মাঠেই থাকতে চেয়েছি। সে অনুসারে কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি আনন্দিত। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এ অনুভূতি দারুণ।

জাতীয় দলের ড্রেসিংরুমে কৌশলগত দিকের চেয়ে মানসিক দিক নিয়েই কাজ করার কথা বলেছেন আশরাফুল। সাবেক এ তারকা ক্রিকেটার বলেন, কীভাবে সফল হয়েছি এবং কী কারণে হতে পারিনি, এসবের নেপথ্য কারণ ভাগাভাগি করার চেষ্টা করব। এ খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়