Apan Desh | আপন দেশ

‘আমরা কেউ দায়িত্ব নিতে পারিনি’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৬, ৩০ অক্টোবর ২০২৫

‘আমরা কেউ দায়িত্ব নিতে পারিনি’

সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম

ওয়নডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর সমর্থকদের প্রত্যাশা বেড়ে দ্বিগুন হয়েছিল। তারা টি-টোয়েন্টি সিরিজে আরও ভাল কিছু আশা করেছিলেন। কিন্তু সে আশায় পানি ঢেলে দিয়েছেন লিটন দাসরা। টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সিরিজ খুইয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে আগে ব্যাট করে ১৪৯ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১১৭। তখন তানজিদ হাসান অপরাজিত ছিলেন ৬১ রানে। তার সঙ্গে ছিলেন জাকের আলী। কিন্তু ১৮তম ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। রোমারিও শেফার্ডের বল কাট করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন তানজিদ। তাতে তার ৪৮ বলে ৬১ রানের ইনিংসটি সেখানেই থামে। একই ওভারে ১৮ বলে ১৭ রান করা জাকেরও আউট হন। ঠিক তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন<<>>বাঁচা মরার লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

এরপর তো রান রেটের চাপে ধস নামে বাংলাদেশের ইনিংসে। পরের ওভারে জেসন হোল্ডারের বলে শামীম হোসেনও আউট হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের স্কোরবোর্ড। স্বাগতিকরা ১৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজও জিতে নেয় ২-০ ব্যবধানে। এই হার বাংলাদেশের টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের ধারায় ছেদ টেনেছে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি ছিল তিনটি সিরিজ হারের পর প্রথম সিরিজ জয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম স্বীকার করেন ব্যাটিং ব্যর্থতার কথা। তিনি বলেন, সত্যি বলতে কী, উইকেট যেমনই হোক না কেন, ১৫০ রান তাড়া করা সম্ভব ছিল। এটা আসলে আমাদের ব্যাটারদের ব্যর্থতা। আমরা কেউ দায়িত্ব নিতে পারিনি। বেশি কিছু বলার নেই, হয়তো আজ আমাদের দিন ছিল না। এখন আমাদের ভাবতে হবে কীভাবে এ ব্যর্থতা থেকে ফিরে আসা যায়।

ওয়েস্ট ইন্ডিজ ওপেনার আলিক আথানেজ ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলে শাই হোপের (৩৬ বলে ৫৫) সঙ্গে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন।  তিনিও জানান, উইকেট পুরো ম্যাচজুড়ে ব্যাটিংয়ের জন্য ভালোই ছিল। তিনি দলের বোলারদের কৃতিত্ব দেন তুলনামূলক কম স্কোরের পরও সেটি ডিফেন্ড করার জন্য, আমার মনে হয়, ম্যাচ যত এগোয় উইকেট আরও ভালো হয়ে যায়। সাধারণত রাতে খেলার সময় শিশির ব্যাটসম্যানদের সাহায্য করে। কিন্তু আজ আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে, তারা নিখুঁত জায়গায় বল ফেলেছে।  এখন আমাদের লক্ষ্য সিরিজটা ৩-০ ব্যবধানে শেষ করা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়