Apan Desh | আপন দেশ

এবার ক্রিকেটে নজর সৌদি আরবের 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

এবার ক্রিকেটে নজর সৌদি আরবের 

আইএল টি-২০ ও সাউদি ক্রিকেট এর লোগো

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সে গুঞ্জনই সত্যিতে রুপান্তর হলো। এবার সৌদি আরবের দৃষ্টি পড়ল ক্রিকেটে। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-২০য়ের সঙ্গে যুক্ত হলো সৌদি আরব ক্রিকেট ফেডারেশন। আগামী মৌসুম থেকেই সৌদি মাটিতে বসবে এ জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের আসর। শুধু পুরুষ ক্রিকেট নয়, নারীদের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও থাকছে, যা দেশটির ক্রীড়া ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত।

আইএলটি-২০ এবং সৌদি ক্রিকেট ফেডারেশনের বাণিজ্যিক সংস্থা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানি যৌথভাবে ক্রিকেটের প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিভা গড়ে তোলার কাজ করবে। আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুম থেকেই কার্যকর হবে এ চুক্তি।

ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য সরাসরি আইএলটি-২০তে অংশ নেয়ার পথ খুলে দেয়া হবে। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অন্তত একজন সৌদি খেলোয়াড় নেয়া বাধ্যতামূলক। ভবিষ্যতে মূল আসরের ম্যাচও সৌদি আরবেই আয়োজন করা হবে।

আরও পড়ুন<<>>হংকংয়ের বিপক্ষে জয় চান সোহেলরা

সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেছেন, আইএলটি-২০য়ের সঙ্গে আমাদের এ অংশীদারিত্ব ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। এটি শুধু খেলোয়াড়দের সুযোগই বাড়াবে না, বরং আমাদের দেশের তরুণদের অনুপ্রাণিত করবে ক্রিকেটে এগিয়ে আসতে। একই সঙ্গে অবকাঠামো ও পর্যটনের ক্ষেত্রেও তৈরি করবে নতুন সম্ভাবনা।

আইএলটি-২০ চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, সৌদি আরবের মতো একটি দেশের সঙ্গে অংশীদারিত্বে আসতে পেরে আমরা গর্বিত। ক্রিকেটকে সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।

আইএলটি-২০ সিইও ডেভিড হোয়াইটও এ সহযোগিতাকে ‘গালফ অঞ্চলে ক্রিকেটের জন্য যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, আগামী বছর থেকে সৌদিতে একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টও হবে, যা স্থানীয় ক্রিকেটারদের প্রধান আসরে জায়গা করে নিতে সুযোগ করে দেবে।

সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনায় খেলাধুলাকে গুরুত্ব দেয়ার অংশ হিসেবে এ উদ্যোগকে দেখা হচ্ছে দেশটির ক্রিকেট যাত্রার আনুষ্ঠানিক সূচনা হিসেবে। ফুটবল ও গলফের পর এবার ক্রিকেট—বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে মরিয়া সৌদি আরব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়