
ফাইল ছবি
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। প্রথম দিনের অনুশীলনে এসে মাঠে নামার আগেই নিজেরে লক্ষ্যের জানিয়ে দিলেন মিডফিল্ডার সিনিয়র সোহেল রানা। ম্যাচের অনেক আগেই টিকিট বিক্রি হয়েছে জেনে খুশি তিনি।
সোহেল রানা বলেন, তাড়াতাড়ি টিকিট সোল্ড আউট হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একইসঙ্গে আমারে খেলোয়াড়দের দায়িত্ব আরও বেড়ে যায়। কারণ সিঙ্গাপুর ম্যাচেও একই জিনিস ঘটেছে। দর্শকেরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি। কিন্তু পারিনি। হংকংয়ের ম্যাচটা চাইব ঘরের মাঠে যেন জিততে পারি।
তিনি বলেন, দর্শকরা আমাদের সমর্থন করে মাঠে আসেন। তাই আমরা চাইব ম্যাচটা জিততে। কোয়ালিফাই করতে হলে এ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ম্যাচটা সেভাবেই দেখছি। যেভাবেই হোক জিততে হবে। এটাই আমাদের প্রথম ফোকাস।
আরও পড়ুন<<>>ক্যাম্পে যোগ দিলেন মোহামেডানের ফুটবলাররা
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহেলের কথা, একটা দলের যত চ্যালেঞ্জ থাকবে তা দলের জন্য ভালো। এ চ্যালেঞ্জটা থাকা উচিত। একই পজিশনে দুই-তিন-চারজন খেলোয়াড় রয়েছেন। তা দলের শক্তি হিসেবেই বিবেচনা করছি। প্রত্যেক পজিশনে যি খেলোয়াড় থাকে, তাহলে এটা দলের জন্যই ভালো। আর এটা অবশ্যই ভালোভাবেই দেখতেছি।
নিজেরে লক্ষ্যের কথা জানিয়েছেন রাঙামাটির ছেলে গোলকিপার মিতুল মারমাও। তার আগে পাহাড়ে অস্থিরতা সম্পর্কে তিনি বলেন, শুধু পাহাড় না, যে ঘটনাটা ঘটেছে এ বিষয়টা নিয়ে লিখেছিলাম। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায় এমনটা হওয়া উচিত না। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি বাংলাদেশেরর প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভাল।
হংকং চায়নার ম্যাচ নিয়ে এ গোলকিপারের কথা, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি হংকং ম্যাচের জন্য। নেপালের বিপক্ষে যেহেতু খেলতে পারিনি, আমি চাইব হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ভালো কিছু করার। সুযোগ পেলে আমার নিজের সর্বোচ্চটা দেব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।