
ফাইল ছবি
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার দৌড় শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে ধাক্কা খায় লাল সবুজের প্রতিনিধিরা। তাতে অবশ্য এশিয়ার ‘বিশ্বকাপে’ খেলার আশা শেষ হয়নি বাংলাদেশের।
এখনও বাকি রয়েছে একটি ম্যাচ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এ ম্যাচে জিতলেই খুলে যাবে ফাইনালে খেলার দুয়ার। ফলে আজকের ম্যাচটা অলিখিত সেমিফাইনালে পরিনত হছে। এ ম্যাচের জন্য মুখিয়ে আছেন জাকের আলী। লিটনের চোটের কারণে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে জাকের বলেন, আমাদের মনে রাখতে হবে যে আমরা (বৃহস্পতিবার) জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। দেখি কী ধরনের কম্বিনেশনে নামি, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। আমরা শ্রীলঙ্কার সঙ্গে হারলাম যখন আমি বললাম আমরা চ্যাম্পিয়ন হতেই আসছি। এ ম্যাচ সে সাহস নিয়েই খেলব আমরা, ফাইনালে উঠার জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব আমরা ইনশাআল্লাহ।
আরও পড়ুন<<>>সাইফের একার লড়াইয়ে পারলো না বাংলাদেশ
ভারতের বিপক্ষে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান ছিল বাংলাদেশের। সেখান থেকে অলআউট ১২৭ রানে। সাইফ হাসান ও পারভেজ হোসেন ছাড়া তেমন কিছু করতে পারেনি কেউ। শেষ দিকে জাকেরও হছেন বাজে রানআউট।
এ নিয়ে জাকের বললেন, আমরা ভালো এক্সিকিউট করি নাই। আপনি যদি শেষ কয়েকটা ম্যাচ দেখেন, মাঝের ওভারে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাঁদের রিস্ট স্পিনার ছিল, চায়নাম্যান ছিল। আমরাও আজকে ভালো করতে পারি নাই।
জাকের আরও যোগ করেন, আজকে যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম…হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাজই এটা কীভাবে ফিনিশিং দেয়া যায়, টিমকে সাহায্য করা যায়, জেতানো যায়। এটা নিয়ে কাজ করছি।
অভিষেক শর্মার ক্যাচ শুরুতে ফেলেছিলেন জাকের। জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন অভিষেক। সে ক্যাচ ছাড়া নিয়ে হতাশায় পুড়ছেন জাকেরও, সে এরপর দ্রুত রান তুলেছে। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এ পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে শাহিন শাহ আফ্রিদি বলেন, টাইগার, কোন হে? জাকের নিশ্চয়ই আজকের সেমিফাইনালে বোঝাতে চাইবেন টাইগার কে?
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।