 
										ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ওপেনার তানজিদ তামিমের ফিফটিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল।
সোমবার (০১ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। রিশাদ হোসেনের জায়গায় দলে ফেরেন নাসুম আহমেদ এবং শরিফুল ইসলামের বদলে সুযোগ পান পেসার তানজিম সাকিব।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারেই নাসুম ভাঙেন ডাচ ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতেই পড়ে উইকেট। শেষ পর্যন্ত ১৮ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নাসুম আহমেদ একাই তুলে নেন তিন উইকেট।
আরওপড়ুন<<>>আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের ছাড়াল নারীদের প্রাইজমানি
১০৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তিন চার ও এক ছয়ে ২১ বলে ২৩ রান করে আউট হন ইমন। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। সাবলীল ব্যাটিংয়ে বাকি কাজ সেরেছেন তানজিদ ও লিটন। তামিম ৪০ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লিটন ১৮ বলে ১৮ রান করেন। দুজনই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন।
একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (০৩ সেপ্টেম্বর)। সিরিজ নিশ্চিতের পর এবার বাংলাদেশের সামনে ডাচদের হোয়াইটওয়াশ করার পালা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































