Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের ছাড়াল নারীদের প্রাইজমানি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ১ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের ছাড়াল নারীদের প্রাইজমানি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের প্রাইজমানিতে ইতিহাস গড়ল আইসিসি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য যে প্রাইজমানি ঘোষণা করা হয়েছে, তা এবার পুরুষদের বিশ্বকাপকেও ছাড়িয়ে গেল। 
 
চলতি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর।  ৮ দলের অংশগ্রহণ করবে। এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১৫৩ কোটি। এ অর্থ ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।  

এবারের নারী আসরের পুরস্কারের অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। ওই আসরে পুরুষদের মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ১২১ কোটি।

আরও পড়ুন<<>> সিপিএলে নতুন রেকর্ড গড়লেন সাকিব  

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, এটি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ঘোষিত প্রাইজমানি প্রমাণ করে, নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা ও স্বীকৃতির যোগ্য।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, রানার্স-আপ পাবে ২.২৪ মিলিয়ন ডলার, সেমিফাইনালিস্ট পাবে ১.১২ মিলিয়ন ডলার করে। এছাড়া, গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ে থাকবে ৩৪,৩১৪ ডলার। ৫ম ও ৬ষ্ঠ দল পাবে ৭ লাখ ডলার করে। ৭ম ও ৮ম দল পাবে ২.৮ লাখ ডলার করে। এ পুরস্কার ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী দল পাবে ২.৫ লাখ ডলার। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়