
অ্যাথলেট ইমরানুর রহমান
২০২৩ সালের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়েছেন ইমরানুর রহমান। আন্তর্জাতিক অ্যাথলেটিকসে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তিনি। এরপর দ্রুততম মানব হিসেবে দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছেন। ঘরোয়া আসরেও দ্রুততম মানব হয়েছিলেন তিনি। তবে চোটের কারণে নিয়মিত হতে পারেননি তিনি। তাতে খেতাবও হারিয়ে ফেলেন।
তবে চোট কাটিয়ে আবারও ট্র্যাকে ফিরছেন লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। আগামী ২২-২৩ আগস্ট ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় জাতীয় সামার অ্যাথলেটিকসে তিনি অংশ নেবেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে। তার লক্ষ্য, এক মৌসুম আগে মোহাম্মদ ইসমাইলের কাছে হারানো দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করা।
আরও পড়ুন<<>>নতুন বিতর্কে সাকিব, দলে ফেরার সম্ভাবনা শেষ!
বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার পর আর ট্র্যাকে নামা হয়নি ইমরানুরের। চোটের কারণে জাতীয় আসরেও খেলা হয়নি। এবার পায়ে অস্ত্রোপচারের পর নতুন করে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। ১৭তম সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে কয়েক দিন আগে ঢাকায় এসেছেন তিনি। নিয়মিত অনুশীলনও করছেন। এবার নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করবেন ইমরানুর।
নিজের সেরা ১০০ মিটার ছাড়াও ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে ইমরানের এন্ট্রি করেছে তার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী।
গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ইমরান না খেলায় দ্রুততম মানবের খেতাব অর্জন করেন মোহাম্মদ ইসমাইল। এবারের আসর নিয়ে ইমরান বলেছেন, গত এক বছর ধরে চোটের সঙ্গে লড়ছি। অপারেশন হয়েছে। এখন ট্র্যাকে ফেরার অপেক্ষায়। যদিও আমার আগের অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। তারপরও সামার প্রতিযোগিতায় নিজেকে নতুন রূপে দেখতে চাই। চাই দ্রুততম মানবের খেতাব আবারও ফিরে পেতে। এর জন্য কিছু দিন ধরেই অনুশীলন করে যাচ্ছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।