Apan Desh | আপন দেশ

নতুন বিতর্কে সাকিব, দলে ফেরার সম্ভাবনা শেষ!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ১৭ আগস্ট ২০২৫

নতুন বিতর্কে সাকিব, দলে ফেরার সম্ভাবনা শেষ!

সাকিব আল হাসান। ফাইল ছবি

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেয়ার জন্য নতুন করে আওয়াজ উঠছিল। ক্রিকেটাঙ্গনের কেউ কেউ তাকে রাজনৈতিক লেন্সের বাইরে গিয়ে দেখার কথা বলছিলেন। ক্রিকেট বোর্ডও সে চেষ্টা করছিল। সাকিবকে জাতীয় দলে খেলানোর জন্য বোর্ডের সর্বোচ্চ টেবিলেও আলোচনা চলছিল। সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার বাংলাদেশ দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিভিন্ন গণমাধ্যমে।

কিন্তু শুক্রবার ১৫ আগস্ট) তাদের সে ‘প্রচেষ্টায়’ যেন পানি ঢেলে দিলেন সাকিব নিজেই। সেদিন ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছেন এ টাইগার অলরাউন্ডার। যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও তার পরিবারের সব সদস্যের ছবি দিয়েছিলেন। পোস্টে সকিব লিখেছেন, তার পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

সাকিব আল হাসানের এ পোস্টটি তার দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনা নষ্ট হয়ে গেল কিনা তা নিয়ে দেশের ক্রিকেট অঙ্গণে জোর আলোচনা চলছে। অনেকেই ভাবছেন, ১৫ আগস্টের এ ‘শ্রদ্ধাঞ্জলি’ বোধহয় সাকিবের জাতীয় দলে ফেরার দুয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিল?

ক্রীড়া মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানিয়েছে, সাকিবের ফেসবুক পোস্ট সরকারের নজরে এসেছে। এখন তারা সাকিবের ব্যাপারে আগ্রহ দেখাতে রাজি না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যতটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়ে গেছে।

মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি কিংবা গোষ্ঠী ২০২৪ পরবর্তী সরকারের সঙ্গে যায় না। সাধারণ মানুষের উপলব্ধি তারা বুঝতে পারছেন না। সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করল। শেষ সম্ভাবনা যতটুকু ছিল, তা নষ্ট করল। তাকে সহযোগিতা করার কোনো স্কোপ নেই।

বাংলাদেশ দলে সাকিবের প্রয়োজনীয়তা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির)। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবের বিষয়ে ইতিবাচক স্বরেই কথা বলেছেন। তবে নতুন বিতর্কে জড়িয়ে সাকিব যেন জাতীয় দল থেকে আরও দূরে সরে গেলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান। যদিও সে নির্বাচনকে ‘প্রহসন’-এর নির্বাচন হিসেবে উল্লেখ করেছে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর আর দেশে ফেরেননি আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তার সাক্ষাতের কিছু স্থিরচিত্র ভাইরাল হয়েছে। এদিকে, জুলাই অভ্যুত্থানে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। এছাড়া আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা