
ছবি: সংগৃহীত
নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ৫-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের মাধ্যমে শিরোপা থেকে মাত্র এক পয়েন্ট দূরে আছে বাংলার মেয়েরা।
প্রথমার্ধেই কানন রানী বাহাদুর ও পূজা দাসের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মেয়েরা। এদিন হ্যাটট্রিক করেন পূজা দাস। বাকি দুটি গোল করেন তৃষ্ণা রানী ও অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।
এ জয়ে টানা পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) প্রতিযোগিতার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে তৃষ্ণা-আফঈদারা। টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন মাত্র এক পয়েন্ট।
তবে এ ম্যাচে বাংলাদেশ হারলে দুদলের পয়েন্ট হবে ১৫ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে নেপাল, যাদের বর্তমানে পয়েন্ট ১২।
আরওপড়ুন<<>>ঢাকায় এসিসির সভা হলে ভারতের এশিয়া কাপ বয়কটের হুমকি
প্রথম লেগে শ্রীলঙ্কাকে মাত্র চার মিনিটেই দুই গোল দিয়েছিল বাংলাদেশ। তবে এদিন সে দলের বিপক্ষে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোলমুখে বল ঘুরতে ঘুরতে পেয়ে যান কানন রানী বাহাদুর। নিখুঁত শটে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয় গোলটি আসে তৃষ্ণা রানীর শট থেকে। গোলরক্ষকের হাত ছুঁয়ে বল পোস্টে লাগলেও, ফিরতি বলে ঠিকই গোল করে দেন পূজা দাস।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। একসঙ্গে পাঁচটি পরিবর্তন এনে পিটার বাটলার মাঠে নামান আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেলহা মারমা ও শান্তি মারডিকে। একের পর এক আক্রমণ চালাতে থাকে দলটি। যদিও ফিনিশিংয়ে কিছুটা এলোমেলো ছিল। লঙ্কান গোলরক্ষক থারুশিখা একের পর এক সেভ করে বারবার বাঁধা হয়ে দাঁড়ান। কয়েকবার পোস্টেও প্রতিহত হয় বাংলাদেশের প্রচেষ্টা।
অবশেষে ৭৩তম মিনিটে পূজা দাস বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৮৭ মিনিটে তৃষ্ণা রানী চমৎকার ড্রিবলিংয়ের পর গোলরক্ষককে পরাস্ত করে করেন চতুর্থ গোল। ইনজুরি সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি সুনির্দিষ্ট শটে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৫-০।
এ জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের সামনে এখন দরকার এক পয়েন্ট।, যা পেলেই ধরা দেবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।