
ছবি: সংগৃহীত
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়া কাপের এবারের আসর নিয়ে তৈরি হয়েছে সংশয়। এদিকে, আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হওয়ার কথা আছে।
তবে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে অপরাগতা প্রকাশ করেছে বিসিসিআই কর্মকর্তারা। বিষয়টি দিনে দিনে জটিল হয়ে উঠছে।
এর আগে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী আগস্টে বাংলাদেশ সফর ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই কারণে তারা বাংলাদেশে এসিসিসির সভায় আসতে নারাজ।
আরওপড়ুন<<>>গায়ানার কাছে শিরোপা খোয়াল রংপুর
অপরদিকে, এসিসির প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকাতেই সভা আয়োজনে জোর দিয়েছেন। সভার ভেন্যু পরিবর্তনের ইস্যুতে তার সাড়া না পেয়ে চটেছে বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বিসিসিআই সূত্র জানিয়েছে, এশিয়া কাপ তখনই হতে পারে, যদি এসিসির সভার ভেন্যু ঢাকা থেকে অন্য কোথাও সরানো হয়। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি সভার জন্য ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগের চেষ্টা করছেন। আমরা তাকে ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। মহসিন নাকভি ঢাকায় সভা করলে বিসিসিআই যেকোনো প্রস্তাব বয়কট করবে।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। চলতি বছরের শুরুতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। তবে ভারত সেখানে না গিয়ে তাদের সব ম্যাচ খেলেছিল দুবাইয়ের একটি নিরপেক্ষ ভেন্যুতে। এরপর কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যে কোনো মঞ্চে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিসিআই।এশিয়া কাপের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ভারত-পাকিস্তানের ওপর।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।