Apan Desh | আপন দেশ

আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ১৬ মে ২০২৫

আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

মোস্তাফিজুর রহমান

বিরতির পর আবারো শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। শনিবার (১৭ মে) থেকে মাঠ গরম করবে এ আসর। এদিকে আইপিএল’র মাঝপথে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) তবে জটিলতায় মোস্তাফিজ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।

শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুধু প্রথমটিতেই মোস্তাফিজকে পাওয়া যাবে। অর্থাৎ আরব-আমিরাতের বিপক্ষে এক ম্যাচ থেলেই ভারতের উদ্দেশে উড়াল দেবেন এ বাহাতি পেসার।

আরওপড়ুন<<>>ছয় মাস নিষিদ্ধ ফুটবলার সাদ উদ্দিন

এর আগে বুধবার (১৪ মে) জানা যায়, দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময় মাঠে দেখা যাবে দ্য ফিজকে। আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান।

আপাতত মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে।

কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের আঁচ লাগে ক্রিকেটেও। এক পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দু’দেশের লিগ। শনিবার আইপিএলের ম্যাচ ফিরবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়