Apan Desh | আপন দেশ

আজই ঘুরে দাঁড়াতে চান জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ৭ ডিসেম্বর ২০২৪

আজই ঘুরে দাঁড়াতে চান জাহানারা

বাংলাদেশের অন্যতম সেরা পেসার জাহানারা আলম

মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করে উড়ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পা রেখে ছিলেন টাইগ্রেসরা। তবে প্রথম ম্যাচে হোঁচট খেছেছে স্বাগতিকরা। লাল সবুজের মেয়েদের ১২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান জাহানারা আলম।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী জাহানারা আলম। ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে নিজেদের ভুলত্রুটি শুধরে নেয়ার কথা বলেছেন। একই সঙ্গে দ্বিতীয় ম্যাচ দিয়ে সিরিজে ফেরার কথা জানালেন তিনি। 

প্রথম ম্যাচে ১৭০ রানের চ্যালেঞ্জ তাড়ায় ১২ রানে হেরেছিল বাংলাদেশ। তবে টপ অর্ডার থেকে ভালো কিছু রানের দেখা মিলেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের অন্যতম সেরা এ পেসার, এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের খুব একটা সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ থাকে না। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে খুবই পরিকল্পনামাফিক হতে হয় জানিয়ে জাহানারা বলেন, টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনা সম্ভব।

প্রথম ম্যাচে পিছিয়ে পড়লেও সিরিজে সমতায় ফিরবে এমন আত্মবিশ্বাস অভিজ্ঞ এ পেসারের, বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়