মেসি ম্যাজিকে কনক্যাকাফের সেমিতে মায়ামি
প্রথম লেগে ১–০ গোলে হারা ইন্টার মায়ামির দ্বিতীয় লেগেও শুরুটা হলো দুঃস্বপ্নের মতই। নবম মিনিটেই গোল হজম করে বসে তারা! দর্শকদের অনেকেই হয়তো তখনই ধরে নিয়েছিলেন, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘন্টা বাজতে চলেছে মেসিদের জন্য। কিন্তু না, এটা তো লিওনেল মেসির গল্প! আর মেসির গল্প এত সহজে শেষ হয় না। মেসি যখন দলে থাকেন, তখন শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই বলা যায় না।
১০:৩৮ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার