‘কেউ খেলুক আর না খেলুক শেখ মেহেদী খেলবে’
সময়টা বড্ড খারাপ যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। দেশে কিম্বা বিদেশে একের পর এক হারে মনোবল হারিয়ে পেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। ভাঙ্গা মনোবল নিয়েই শ্রীলঙ্কা সফরে যায় টাইগাররা। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসদের নৈপুণ্যে সফরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে অল্পের জন্য ফল পায়নি সফরকারীরা। তাই ড্র দিয়েই শুরু হয় লঙ্কা সফর। তবে সিরিজের পরেই টেস্টেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও খোয়ায় সফরকারীরা।
১১:৩৭ এএম, ১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার