Apan Desh | আপন দেশ

চট্টগ্রামের কাছে পরাস্ত ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২২ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামের কাছে পরাস্ত ঢাকা

ছবি: সংগৃহীত

জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখে বন্দর নগরীর দলটি। নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম। ঢাকাকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। ৬ উইকেটের জয় পেয়েছে চ্যালেঞ্জার্সরা।

সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের পক্ষে লাসিথ ক্রসপুলে সর্বোচ্চ ৩১ বলে ৪৬ রান করেন।

আরও পড়ুন>> শত সিনেমার শুটিং বাতিল ভারতে

১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। দলীয় ২৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। তবে ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহদাত দিপুর ব্যাটে চাপ সামাল দেয় চট্টগ্রাম।

৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ৮১ রানে ৩১ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান দিপু। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম।

দলীয় ১০৫ রানে ৪০ বলে ৪৯ রান করে আউট হন তামিম। তবে নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ১০ বলে হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ১৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়