Apan Desh | আপন দেশ

প্রবাসে কর্মরতদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : নজরুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ জানুয়ারি ২০২৬

প্রবাসে কর্মরতদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : নজরুল ইসলাম 

ছবি : আপন দেশ

প্রবাসে কর্মরত মানুষের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘প্রবাসীরা যে অর্থ সঞ্চয় করে দেশে ফেরেন, তা আসে প্রচণ্ড কষ্টের বিনিময়ে।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিদেশে প্রতারণার সুযোগ কম জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘প্রবাসীদের কেউ মরুভূমির তীব্র গরমে, কেউ প্রচণ্ড ঠান্ডায়, আবার কেউ মালয়েশিয়ার জঙ্গলে কঠিন পরিবেশে কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফেরেন। কিন্তু সেই অর্থ যদি তারা নিজেদের ভবিষ্যৎ কল্যাণে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে অল্প সময়ের মধ্যেই সেই সঞ্চয় শেষ হয়ে যায় এবং প্রত্যাগত প্রবাসীরা আবার নিঃস্ব হয়ে পড়েন।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্বে যারা আসবেন, তারা প্রবাসী ভাই-বোনদের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবেন। যারা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছেন, পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘প্রবাসীদের সমস্যা যেমন বদলাচ্ছে, তেমনি সুযোগও বদলাচ্ছে। এই পরিবর্তিত সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দলের সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। দেশের বিদ্যমান আইন, প্রচলিত ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর আলোকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে।’

আরও পড়ুন : জাতীয় বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে বিদ্যমান আইন, বিধান বা ব্যবস্থায় কীভাবে পরিবর্তন বা উন্নতি আনা যায়, সে বিষয়েও তারা প্রস্তাব দিতে পারেন, যাতে প্রত্যাগত প্রবাসীরা বাস্তবভাবে উপকৃত হন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়