Apan Desh | আপন দেশ

জাতীয় বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ১৫ জানুয়ারি ২০২৬

জাতীয় বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

ছবি : আপন দেশ

জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাবির রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ পদত্যাগের কথা জানান। 

মাকছুদুর রহমান বলেন, ‘বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি  কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনা প্রতিফলন না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এসময়  উচ্চ শিক্ষার মান উন্নয়নে উপ-কমিটির প্রস্তাবনাগুলো আমলে নিতে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : গ্রাহকদের সতর্ক করে যে নির্দেশনা দিল তিতাস

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার। 

এতে মো. মাকছুদুর রহমান সরকারকে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়