Apan Desh | আপন দেশ

‘জুলাইর সার্টিফিকেট চুপ্পুর কাছে থেকে নেয়ার বদলে বিষ খেয়ে মরা ভালো’

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৯, ১ নভেম্বর ২০২৫

‘জুলাইর সার্টিফিকেট চুপ্পুর কাছে থেকে নেয়ার বদলে বিষ খেয়ে মরা ভালো’

ছবি: আপন দেশ

চুপ্পুর (রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন) কাছ  থেকে জুলাইর সার্টিফিকেট নিতে হবে,তার চেয়ে আমাদের সকলের একসঙ্গে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। কোন অধ্যাদেশ না,অতি দ্রুত এর আদেশ জারি করতে হবে। আর এ আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।  দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন,হাসিনার আমলে ২০০০-এর মত শহীদ হয়েছে। অনেকে আহত হয়েছে আর এখন আবার জুলাই বিপ্লবের সার্টিফিকেট নিতে হবে চুপপুর থেকে। ছোট হাসিনার কাছ থেকে কেন সার্টিফিকেট নেব? নিলেতো বড়টার কাছ থেকেই নিব। আসলে ওরা বড়টার কাছ থেকে নিতে চায় কিন্তু বলতে পারে না। কোন শহীদ ও আহত পরিবার জুলাই বিপ্লবের সার্টিফিকেট চুপপুর কাছ থেকে নিতে রাজি নয়। এটা অভ্যুত্থানকে বিতর্কিত করার একটি চেষ্টা মাত্র। এটা জুলাই শহীদ ও আহতদের সঙ্গে গাদ্দারির শামিল। 

শনিবার (০১ নভেম্বর) পটুয়াখালীতে এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলাঅ্যাকাডেমিতে সভা হয়। 

আরও পড়ুন<<>> একাত্তর অস্বীকারের চেষ্টা চলছেই, জুলাই নিয়ে বিভক্তি নয়: মির্জা ফখরুল

এনসিবির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি বলে আমরা জামায়াতের সঙ্গে আছি আর জামায়াত বলে আমরা বিএনপির সঙ্গে তার মানেই আমরা সঠিক পথে আছি।

জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, জুলাই সনাদের স্বাক্ষর করেছে জরিনার সঙ্গে এখন বলে সংস্কার করতে হবে ছকিনার সঙ্গে। এনসিপি ক্ষমতায় আসলে দারোয়ানের ভূমিকা পালন করবে। মালিক হবে না, জনগণের সেবক হবে।

সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম  মুসার সভাপতিত্ব করেন। জেলা সমন্বয়ে সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, যুগ্ম সদস্য সচিব মেজবাহ মুন্না, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী, বরিশাল জেলা আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নেতার উদ্দিন। 

সভায় নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা ও উপজেলায় আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়