
ড. মোহাম্মদ রফিকুল আমীন
আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে, পরিকল্পনাহীন অবকাঠামো, দুর্নীতি পরায়ণ শাসন ব্যবস্থা এবং আইনের শাসন অনুপস্থিত। এসবের প্রতিকার করতেই নিজেই দেশের দায়িত্ব নিতে চাই। এসব কথা
বলেছেন, বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় বিএমএ অডিটরিয়ামে তার পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ড.রফিকুল আমীন।
জুলাই যোদ্ধারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, স্বৈচারের কবল থেকে আমাদের মুক্তি দিয়েছেন-মন্তব্য করেন তিনি। বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়াই আমাদের মূল লক্ষ্য। আজ আপনারা যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন, তারা সবাই ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন। এমসয় একাত্তরের ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবগঠিত এ দলের শীর্ষ নেতা।
আরও পড়ুন<<>> প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাইপীর
নিজ দলের উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, মানুষকে সম্পৃক্ত করে এমন রাজনৈতিক দল গঠন করবো, যেখানে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে আমরা একজাতি এবং এক সঙ্গে লড়াই করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। সে ভাবনা থেকেই রাজনৈতিক দল গঠন করেছি।
পার্টির সদস্য সচিবের বক্তেব্যে ফাতিমা তাসনিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে মামলা-হামলার শিকার হয়েছি। টিয়ার গ্যাসে ফুসফুস ক্ষতবিক্ষত। সাধারণ মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়োজন আবারও রাজপথে নামতে কসুর করবো না।
তিনি বলেন, রাজনীতির লেভেল এঁটে অনেকে বড় বড় কথা বলে থাকেন, অথচ সবার সন্তানকে বাইরে লেখাপড়া করাছে। এ নাটক যারা করেছে, তারাই বোরকা পড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা জুলাই যোদ্ধা দেশ গড়তে নিজের জীবনবাজী রেখেছি। কোন স্বৈরাচারকে আর দেশের মাটিতে ফিরতে দেব না।
দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।