Apan Desh | আপন দেশ

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২৮ মে ২০২৫

আপডেট: ১৪:৪৭, ২৮ মে ২০২৫

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে জনস্রোত

নয়া পল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীরা। ছবি-আপন দেশ

বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে ছাত্র জনতার ঢল নেমেছে। বুধবার (২৮ মে) দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। 

সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নয়াপল্টনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে বাড়তে রূপ নেয় জনস্রোতে। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ফেস্টুন ও ব্যানার। অনেকেই দলীয় স্লোগান দিতে দিতে নাচ-গানে যোগ করে সমাবেশে নতুন মাত্রা। 

নয়াপল্টনের পাশাপাশি ফরিকাপুল, বিজয়নগর, কাকরাইল ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি মোড় ও সড়কজুড়ে জড়ো হয়েছেন সমর্থকরা।

এ যুব সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। আয়োজকদের ভাষ্য, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের অধিকার দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। তাই এ সমাবেশের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন তারা।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের দুই পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়