
ছবি: আপন দেশ
‘প্রগতি-সমৃদ্ধি-উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অঙ্গীকার ফাউন্ডেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্রো লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকার ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
আরওপড়ুন<<>>‘পিআর নিয়ে সরকারের কম কথা বলাই ভালো’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদার, দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, সিনিয়র সাংবাদিক মো. আকবর হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এফ রহমান রূপক, সাংবাদিক গোলাম নবী, তাপস কুমার রায়, সেলিম শেখসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব)। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনে ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। প্রগতিশীল সমাজ গঠনে এ সংগঠন তার কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় অঙ্গীকার ফাউন্ডেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদার, কবি অশোক ধর (সম্পাদক, স্বদেশ বিচিত্রা), বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আক্তার, বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এফ রহমান রূপক, প্রগতিশীল সমাজকর্মী গোলাম নওজব চৌধুরী পাওয়ার, প্রকৃতি অনুসারী ফিরোজ আলম এবং অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার তালেব আলী।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।