Apan Desh | আপন দেশ

আট শহীদের নাম বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১২, ৭ আগস্ট ২০২৫

আট শহীদের নাম বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের গেজেট প্রকাশ

ছবি : আপন দেশ

আটজনের নাম বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানে শহিদদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (০৬ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর (খ) ধারা এবং রুলস অব বিজনেস অনুযায়ী এ আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে।

গেজেট থেকে বাদ পড়া আটজন হলেন—টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), ঢাকা সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)।

আরও পড়ুন<<>>জুলাই ঘোষণাপত্রে ২৮ দফা পাঠ করলেন প্রধান উপদেষ্টা

উল্লেখ্য, সরকার দুই দফায় গণঅভ্যুত্থানে ৮৪৪ জন জুলাই শহীদের নামের গেজেট প্রকাশ করে। শহীদদের নামের সঙ্গে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ প্রকাশ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ও প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দিচ্ছে সরকার। এ ছাড়া পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং তাদের পুনর্বাসনে কর্মসূচি নিয়েছে সরকার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়