Apan Desh | আপন দেশ

এমপি আনারের মৃত্যুর বিষয়টি জানে না ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ৩ জুন ২০২৪

এমপি আনারের মৃত্যুর বিষয়টি জানে না ইসি

ছবি: সংগৃহীত

এমপি আনারের মৃত্যুর খবর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। কিন্তু এ বিষয়ে জানে না নির্বাচন কমিশন। এমন তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

সোমবার (৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আলমগীর।

কোনো এমপির স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে তার সংসদীয় আসনটি কীভাবে শূন্য ঘোষণা হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, মৃত্যুজনিত কারণে এমপির আসন শূন্য হবে এটি সংবিধানে আজ পর্যন্ত দেখিনি। তবে এটিই সাধারণত ধরে নেয়া হয়। কারণ, একজন এমপি মারা গেলে তার পক্ষে তো আর সংসদে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এজন্যই এটা এভাবে সংবিধানে বলা আছে।

ইসি আলমগীর আরও বলেন, কেউ যদি মারা যান তবে ৯০ দিন কেন আর কোনো দিনই সংসদ ভবনে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এটি ধরে নিয়েই ৯০ দিনের কথা বলা আছে। একটিই কারণ। আসন যদি শূন্য হয় তবে আমরা সেখানে নির্বাচন করবো।

যেসব কারণে একটি সংসদীয় আসন শূন্য হতে পারে, তা ব্যাখ্যা করে এ নির্বাচন কমিশনার বলেন, অনেক কারণে আসন শূন্য হয়। সংবিধানে বলা আছে, কোনো মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হলে, স্বাধীনতাবিরোধী হলে বা ট্রাইব্যুনালে সাজা পেলে এমপি পদ থাকবে না। 

তিনি বলেন, আদালত যদি অপ্রকৃতিস্থ ঘোষণা করে তাহলেও এমপি পদ থাকবে না। এছাড়া যদি পদত্যাগ করেন, সংসদের অনুমতি না নিয়ে একাধারে সংসদে ৯০ দিন অনুপস্থিত থাকেন তবে সদস্যপদ থাকবে না। এছাড়া প্রথম অধিবেশন থেকে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে এমপি পদ থাকবে না।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি আনারের স্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু যা-ই হোক না কেন, এর দায়িত্ব সংসদের। আনার সাহেবের মৃত্যুর বিষয়টি আমরা জানি না। স্পিকার যদি আসনটি শূন্য ঘোষণা করেন, করবেন। এরপর সেটা আমাদের কাছে পাঠালে আমরা নির্বাচন করবো।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় ‘খুন’ হয়েছেন বলে খবর প্রকাশ হয়। তবে মরদেহ না পাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা তৈরি হয়।

আপন দেশ/এইউ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা