Apan Desh | আপন দেশ

দুই বছরে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:২৮, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৪১, ১৮ ডিসেম্বর ২০২৫

দুই বছরে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। এ বছর যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার আগে পর্যন্ত অন্তত ৭০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে এ দুই বছরে ৬১ ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য আত্মহত্যা করেছেন। দেশটির সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন<<>>সৌদি আরবে ভূমিকম্প

এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

চলতি বছরের ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরাইলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়