Apan Desh | আপন দেশ

সৌদি আরবে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৭ ডিসেম্বর ২০২৫

সৌদি আরবে ভূমিকম্প

ফাইল ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হেনেছে ৪ দশমিক ০ মাত্রার একটি ছোট ভূমিকম্প। বুধবার (১৭ ডিসেম্বর) এ ভূকম্পন সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা।

সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল বলেছেন, ভূমিকম্প অনুভূত হয় রাত ১টা ১১ মিনিটে। এটির মাত্রা ছিল ৪। মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাত্রা কম হওয়ায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারেনি ভূমিকম্পটি।

আরও পড়ুন>>>>আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূতত্ত্ব জরিপ সংস্থার এ মুখপাত্র আরও জানিয়েছেন, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরোপীয় টেকনোটিক প্লেটের চাপের কারণে সৌদি আরবে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ চাপ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের নিচে থাকা ফল্টগুলো পুনরায় সক্রিয় করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ ফল্টগুলোর কারণে সেখানে মাঝে মাঝে ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। প্রদেশটিতে আজ বুধবার পর্যন্ত টানা তৃতীয়দিন স্বশরীরে সব ধরনের শিক্ষা কার্যক্রম বাতিল করা হয়েছে। সূত্র: সৌদি গ্যাজেট

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়