Apan Desh | আপন দেশ

‘তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৮, ২৬ আগস্ট ২০২৫

‘তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে’

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হবে বলেও জানান তিনি।

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন। এ যুদ্ধ শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।

আরওপড়ুন<<>>রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

এর আগে, সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিকসহ ২১ জন নিহতের এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, এ ঘটনায় আমি খুশি নই। এমন দৃশ্য দেখতে চাই না। তবে আমাদের অবশ্যই এ দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। ট্রাম্প তার বক্তব্যে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। সূত্র- আল জাজিরা

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়