Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২৫ আগস্ট ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া দক্ষিণ এশিয়ায় আরও যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে রোববার (২৪ আগস্ট) দেয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দফতরের প্রধান উপ-মুখপাত্র টমাস টমি পিগট।

আরওপড়ুন<<>>গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫১, অনাহারে আরও ৮

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। প্রতি বছর তাদের ক্যাম্পগুলোতে প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে। সব মিলিয়ে এ মুহুর্তে বাংলাদেশে অবস্থান করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়