
ফাইল ছবি
ইরানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (০৫ আগস্ট) ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর অভিঘাতকে আরও তীব্র করে তোলে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>> ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দীর নির্দেশ
গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে। গত জুন মাসেও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারো একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।