
জাইর বলসোনারো
সুপ্রিম কোর্টের নির্দেশে এবার গৃহবন্দী করা হলো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় সোমবার (০৪ আগস্ট) তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ড্রে ডি মোরায়েস বলসোনারোর পাসপোর্ট জব্দ করার পাশাপাশি তাকে রাজধানী ব্রাসিলিয়া ছেড়ে যেতে নিষেধ করেছেন।
আদালত বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা, ভুয়া নির্বাচনী তথ্য ছড়ানো এবং সামরিক বাহিনীর সমর্থন নেয়ার অভিযোগ আনছে।
এর আগে, বিচারকাজে বাধা দেয়ার অভিযোগে জেইর বলসোনারোর গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি, তার পায়ে ইলেকট্রিক কড়া পড়ানোর নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন<<>> ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
সেসময়ই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ভাষণ প্রচার সংক্রান্ত ইস্যুতেও বিধিনিষেধ জারি করা হয়।
এর আগে, ২০২২ সালে ব্রাজিলের জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পরও ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করার অভিযোগে বিচার চলছে সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে।
বলসোনারোকে ২০২৩ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকেই বিভিন্ন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছে।
বলসোনারো তার সমর্থকদের সামনে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে দাবি করেছেন।
২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বলসোনারোর সমর্থকরা ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলা চালিয়েছিল। যা ব্রাজিলের গণতন্ত্রের জন্য বড় হুমকি হিসেবে দেখা হয়। এ ঘটনার পর থেকেই বলসোনারোকে জড়িত করার চেষ্টা চলছে।
এ মামলার ফলাফল ব্রাজিলের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ডানপন্থী নেতাদের ভবিষ্যৎ নিয়ে।
সূত্র: আল জাজিরা।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।