Apan Desh | আপন দেশ

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেয়ার সুপারিশ নেতানিয়াহুর

প্রকাশিত: ০৯:৫৫, ৮ জুলাই ২০২৫

আপডেট: ১২:৫৪, ৮ জুলাই ২০২৫

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেয়ার সুপারিশ নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ট্রাম্প যেন এ পুরষ্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি।

সোমবার (০৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

আরওপড়ুন<<>>ইসরায়েলি হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি

এ সময় তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। আমি আপনার কাছে, নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।

মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এটি খুবই অর্থবহ।

উল্লেখ্য, এ আগে গত জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়