টাঙ্গাইল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন টুকু
সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও নিরাপদ শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে তিনি বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে লড়ছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তার সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় টুকুর সাথে ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
০৪:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার