Apan Desh | আপন দেশ

তীব্র তাপদাহে পুড়ছে দিল্লি, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১২ জুন ২০২৫

তীব্র তাপদাহে পুড়ছে দিল্লি, রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র আকার ধারণ করেছে গরম। তীব্র গরমে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ জুন) শহরের বিভিন্ন অংশের আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, রাজধানীতে বিরাজ করছে ৪০ দশমিক ৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লির আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য এলাকাগুলোর মধ্যে পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সফদরজং বেস স্টেশনে (৪৩.৩) উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে। শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এ তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও জারি করা হয়েছে রেড এলার্ট। অন্যদিকে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে– রেড অ্যালার্ট মানে হলো জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

রাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গরমজনিত অসুস্থতার ঘটনা বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেদিন। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে শুরু করে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে বলা হয় ‘মৃদু তাপপ্রবাহ’। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’ বলে গণ্য হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় ‘তীব্র তাপপ্রবাহ’। আর তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে গণ্য হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা