Apan Desh | আপন দেশ

বাবা-মায়ের পরিচয় দিতে চান না রিপন, অস্বীকার স্ত্রী-সন্তানকেও

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ১৪ অক্টোবর ২০২৫

বাবা-মায়ের পরিচয় দিতে চান না রিপন, অস্বীকার স্ত্রী-সন্তানকেও

সংগৃহীত ছবি

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। তিনি ‘রিপন ভিডিও’ নামেই বেশি পরিচিত। এখন দেশের অন্যতম আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কন্টেন্টগুলো ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। তবে হঠাৎ পাওয়া এ জনপ্রিয়তার ভিড়ে পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, রিপন মিয়া এখন নিজের গরিব মা-বাবার পরিচয় দিতেও লজ্জা পান। তার মা অভিযোগ করে বলেন, খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।

রিপনের মা বলেন, জনপ্রিয়তা পাওয়ার পর পুরনো ভাঙা ঘর ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে পাকা বাড়িতে উঠেছেন রিপন। তবে বাবা-মাকে সে ঘরে জায়গা দেননি। এমনকি নিয়মিত ভরণপোষণও দেন না।

আরও পড়ুন>>>‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা এক সমান’

রিপনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও, তিনি গণমাধ্যমে স্ত্রী-সন্তানের অস্তিত্ব অস্বীকার করেছেন। রিপন বলেন, যাকে আমার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে আমার বড় ভাইয়ের স্ত্রী।

তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন অভিযোগ করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, খ্যাতি ও পরিচিতি পাওয়ার পর পরিবারকে অস্বীকার করা অনৈতিক ও  অমানবিক।

 আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়