Apan Desh | আপন দেশ

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা এক সমান’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ১৪ অক্টোবর ২০২৫

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা এক সমান’

শাহেদ আলী।

ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই। এর মধ্যে আমি কোনও তফাত করতে পারিনা। এ মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এ মন্তব্য করেন তিনি। শাহেদ আলীর বলেন, অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়।

কদিন আগে মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরও একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চনাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এ অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।

সে সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, নতুন একটি সিনেমায় অভিনয় করছি। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা আসবে। কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সামনে সেগুলোর প্রচার  প্রচারণায় মনোযোগী হবো।

অভিনয়পাগল এ শিল্পীর মতে, শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন তারা টাকার মোহে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়