Apan Desh | আপন দেশ

সব ভুলে এক হলেন শাকিব-বুবলী! 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ৩ আগস্ট ২০২৫

সব ভুলে এক হলেন শাকিব-বুবলী! 

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ২০১৮ সালে গোপনে বিয়ে হয় চিত্রনায়িকা শবনম বুবলির। পরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। তবে বিয়ের দুই বছর পর এ জুটির মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এ দুরত্ব বাড়তে থাকে। এরপর শাকিব খান একাধিক সাক্ষাৎকারে জানান, বুবলীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই। তবে সন্তানের মা হিসেবে যোগাযোগ রয়েছে। এর বেশি কিছু নয়।

অপরদিকে বুবলী দাবি করেন, শাকিব খান তার সন্তানের বাবা ও বর্তমান স্বামী। তাদের মধ্যে মনমালিন্য রয়েছে, তবে বিচ্ছেদ হয়নি।

এসবের মাঝেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। দেশ ছাড়ার আগে নায়ক জানিয়ে দেন, এবার যুক্তরাষ্ট্রে সন্তান শেহজাদ খান বীরকে সময় দেবেন তিনি।

শাকিব সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেকটা গোপনেই বুবলীও সেখানে যান ছেলে বীরকে সঙ্গে নিয়ে। বর্তমানে নিউইয়র্কে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও ছেলে বীর।

ছবিগুলো ভাইরাল হওয়ার পরেই রোববার (০৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাকিব খানের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে ছেলেকে সঙ্গে নিয়ে তাদের কাটানো সুন্দর কিছু মুহূর্ত ফুটে উঠেছে।

শুধু তাই নয়, বুবলীর ছবিগুলোতে স্পষ্ট— সকল মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি এসেছে ঢালিউডের জনপ্রিয় এ তারকা জুটি।

জানা গেছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন শাকিব-বুবলী দম্পতি।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। সে সময়েই এ তারকা বলেছিলেন, আব্রামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন। মেগাস্টার তার কথা কথা রেখেছেন। অপু-জয়ের পর বুবলী-বীরকে নিয়েও ঘুরে বেড়াচ্ছেন শকিব খান।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়