Apan Desh | আপন দেশ

নিষেধাজ্ঞার কবলে ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১৭ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞার কবলে ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন

এমা ওয়াটসন

যুক্তরাজ্যে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন ‘হ্যারি পটার’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল বেগে গাড়ি চালানোর অভিযোগে তাকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোয় এমার ড্রাইভিং লাইসেন্সে যোগ হয় বাড়তি পেনাল্টি পয়েন্ট। এর আগে ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল; তা বেড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে জনপ্রিয় এ অভিনেত্রী লাইসেন্স স্থগিত হয়ে যায়। যা ৬ মাস কার্যকর থাকবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) হাই উইকাম ম্যাজিস্ট্রেট কোর্ট এমাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করে। কারণ, এমা আদালতে উপস্থিত ছিলেন না। তবে তার আইনজীবী জানান, তিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ নিয়ে মাস্টার্স করছেন এবং জরিমানা দিতে রাজি আছেন।

আরওপড়ুন<<>>সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

এদিকে কাকতালীয় বিষয় হলো, একই দিনে একই আদালতে ‘হ্যারি পটার’-এর আরেক অভিনেত্রী জোয়ি ওয়ানামেকার-কেও একই শাস্তি দেয়া হয়। ম্যাডাম রোনাল্ড হুচ চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রীও গত বছর একটি ৪০ মাইল সীমার রাস্তায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। তাকেও ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা ও ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা দেয়া হয়।

দুজনের ক্ষেত্রেই দেখা গেছে,পূর্বে তাদের ড্রাইভিং লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। এবার আরও ৩টি করে পয়েন্ট যোগ করায় যুক্তরাজ্যের ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী ছয় মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে চালকের লাইসেন্স বাতিল করা হয়।

‘হ্যারি পটার’ সিরিজ দিয়ে খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘লিটল উইমেন’-এর মতো ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত।

এদিকে দুই প্রাক্তন ‘হ্যারি পটার’ খ্যাত তারকার একই দিনে ট্রাফিক আইন ভাঙার দায়ে শাস্তি পাওয়ার ঘটনাটিকে অদ্ভুত বলছেন অনেকে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়