Apan Desh | আপন দেশ

সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ১৭ জুলাই ২০২৫

সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

ভারতীয় মডেল-অভিনেত্রী স্যান র‍্যাচেল

বর্ণবাদ নিয়ে নানা আলোচনায় জোরালো ভূমিকা রেখেছিলেন ভারতীয় মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল। স্পষ্টভাষী ২৬ বছর বয়সী এ অভিনেত্রী আত্মহত্যা করেছেন। অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুদুচেরির একটি হাসপাতালের চিকিৎসক।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে র‌্যাচেল লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৫ জুলাই নিজ বাড়িতে একসঙ্গে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন র‍্যাচেল। দ্রুত তাকে নিয়ে ইন্দিরা গান্ধী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তর করা হয়। সেখানেই ১২ জুলাই মৃত্যু হয় এ মডেল ও অভিনেত্রীর।

আরওপড়ুন<<>>৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ঋণের বোঝায় মানসিক অবসাদে ভুগছিলেন র‍্যাচেল। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বড় ধরনের লোকসানের সম্মুখীন হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবুও সম্প্রতি বিয়ে হওয়ায়, বৈবাহিক জীবনে কোনো অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

উল্লেখ্য, স্যান র‍্যাচেল ছিলেন একজন প্রতিষ্ঠিত মডেল। তার আসল নাম শঙ্কর প্রিয়া। ২০১৯ সালে ‘ডার্ক কুইন তামিলনাড়ু’ খেতাব অর্জন করেন র‌্যাচেল। ২০২১ সালে জেতেন ‘মিস পুদুচেরি’ খেতাব। এছাড়া ২০২২ ও ২০২৩ সালে কুইন অব মাদ্রাজ লাভ করেন। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রতিনিধিত্ব করেছেন এ মডেল ও অভিনেত্রী। লন্ডন, জার্মানি ও ফ্রান্সে বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশও নিয়েছেন তিনি।

র‌্যাচেল শুধু ফ্যাশন জগতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং নারী সুরক্ষা ও বর্ণবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। তার এ অকাল প্রয়াণে মডেলিং ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়