Apan Desh | আপন দেশ

আদালতে হাজির না হলেই গ্রেফতার মালাইকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৩ মে ২০২৫

আপডেট: ১২:১১, ৩ মে ২০২৫

আদালতে হাজির না হলেই গ্রেফতার মালাইকা

বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা অরোরা

বড় ধরনের আইনি সমস্যায় পড়তে যাচ্ছেন বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা অরোরা। তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এ শুনানিতে হাজির না হলে পরোয়ানা জারি হবে মালাইকার বিরুদ্ধে।

আদালত জানিয়েছে, তিনি যদি আগামী শুনানিতে আদালতে না আসেন, তবে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

এর আগে ২৯ এপ্রিলের শুনানিতে তিনি আদালতে হাজির হননি, যদিও তার আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার মন্তব্য করেছেন, অরোরা ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন। 

যে মামলার জন্য মালাইকার বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি হলো ২০১২ সালের ২২ ফেব্রুয়ারির আলোচিত একটি ঘটনা। এদিন দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে সাইফ আলীর সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। ছিলেন কারিশমা, কারিনা। তাদের সাঙ্গে সেখানে ছিলেন মালাইকাও। সেখানেই গণ্ডোগোল বাধে। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে ঝামেলায় জড়ান সাইফ আলি খান। সেখানে সাইফ ওই ব্যবসায়ীকে আক্রমণ করেন, ওই ব্যক্তিকে মেরে নাক ভেঙে দেন। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এ মামলায় সাক্ষী হিসেবে মালাইকা অরোরাকে বার বার সমন জারি করেও উপস্থিত করাতে পারেনি আদালত। এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিলের শুরুতেও তাকে আদালতে ডাকা হয়েছিলো। উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে তখন জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার হুঁশিয়ারি দেয় আদালত। কিন্তু এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার হুঁশিয়ারি দিল। এ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৯ জুলাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়