 
										ফাইল ছবি
ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে বছর খানেক কলকাতাতে থিতুও হয়েছিলেন বাংলাদেশী অভিনেত্রী। কিন্তু সেসব এখন অতীত।
বর্তমানে মিথিলা তার মেয়েকে আইরা-কে নিয়ে বাংলাদেশে ফিরেছেন। মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা। বহুদিন ধরেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে।
টলিপাড়ায় নানা আলোচনা চলছে, সত্যিই বিচ্ছেদের পথে এগিয়ে যাচ্ছে এ দম্পতি? ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৃজিত মিথিলার সঙ্গে দূরত্বের কারণে তাদের মেয়ে আইরা-কে খুব মিস করছেন। বর্তমানে তারা দুই দেশে আলাদা থাকছেন—একজন বাংলাদেশে। অন্যজন কলকাতায়।
মিথিলার তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। প্রথম থেকেই বেশ কয়েকটি বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। সৃজিতের সঙ্গে তার বিয়েতে নানা সময়ে তীব্র কটাক্ষ শুনতে হয়।
টলিপাড়া এখন আলোচনায় রয়েছে, এ জুটির ভবিষ্যত কী হবে—একসঙ্গে ফিরবেন তারা। নাকি শেষ হবে এ সম্পর্ক?
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































