Apan Desh | আপন দেশ

‘সে এখন নেই, আমার সব শেষ হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৪০, ১৬ অক্টোবর ২০২৫

‘সে এখন নেই, আমার সব শেষ হয়ে গেছে’

নিহত এইচএসসি পরীক্ষার্থী জুনায়েদ আমিন ও তার বাবা মোরশেদুল আমিন

ব্যাংকার মোরশেদুল আমিনের বাড়িতে আজ আনন্দ উল্লাসে মেতে উঠার কথা পরিবারের সদস্যদের। কারণ, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ছেলে নটরডেম কলেজের শিক্ষার্থী জুনায়েদ আমিন পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে। সে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু এমন খুশির খবর শুনে অঝরে কাঁদছেন তার বাবা। তার কাঁদার কারণ, ছেলে বেঁচে নেই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নটরডেম কলেজে এমনই এক হৃদয়বিদারক দৃশ্যর অবতারণা হয়। বাবা মোরশেদুল আমিন বলেন, ‌আমার ছেলে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে নদীতে ডুবে মারা যায়। কেউ তাকে বাঁচাতে পারেনি। পড়াশোনায় সে খুব ভালো ছিল, কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না। ইন্টারমিডিয়েট শেষ করে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন ছিল তার। এখন সে নেই—আমার সব শেষ হয়ে গেছে।

আরও পড়ুন<<>>২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

কথা বলার সময় বারবার মুর্ছা যাচ্ছিলেন মোরশেদুল আমিন। নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও ছাত্রের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ছেলেটির মৃত্যুর খবর আমরা জানি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। সে খুব ভালো ছেলে ছিল, বাবা-মায়ের বাধ্য সন্তান ছিল এবং কলেজের ক্লাবে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করেছেন জুনায়েদ আমিন। তিনি কলেজের বিভিন্ন ক্লাব ও সামাজিক কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়